স্বাধিকার

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির

আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্যের সুখ
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষণ্ণতা ভেঙ্গে সামনে

সীমানা দেখা যায় নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূর্য লাল
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ, হুররে ও পথচলা

শেখানো বর্ণনা

এই তো এই নিঝুম রাত
স্বপ্নিল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা

এই তো এই নিঝুম রাত
স্বপ্নিল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা

এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা

এই তো এই চেনা পথ
চেনা ঘর আর চেনা রথ
ছকে বাধা নিয়ম
এই পৃথিবী
এই তো আমার ধরন
খুঁজি শুধু কারণ
সুপ্ত আমার এ মন
এই পৃথিবী

এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

বৃষ্টি নেমেছে

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়

স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বট তলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

যখন

যখন মেঘের চাদর টেনে
আবছা জেগে জ্যোৎস্না
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
এক সাথে ভিজছি
যখন সুরুজ দিনের
মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন

যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান

যখন ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাঁটছি
যখন বাতাসের ঘ্রাণ চমকে থাকে
এক দমকা খুশিতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি

যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

নির্বাসন

আমাদের ভালোবাসা কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলো জমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিথর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলো জমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

সেই তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাকে
এলোমেলো এই পাথর পথে
হাঁটছি এখন স্মৃতি পাতায় একা
অন্য ভুবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

অন্য ভুবন

ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেন সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্নই যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন

নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিণ্ড আমার ছিটকে যেন বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান সুন্দর পৃথিবী
ঝিঝির মায়াবী ডাক পূর্ণিমা আকাশে
জানালা ভেঙ্গে আমার ঘরে উল্লাস হাওয়ার

নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিণ্ড আমার ছিটকে যেন বেরোয়

ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেন সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন

বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট,প্রবল বাস্তব
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট,প্রবল বাস্তব
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
তবে কি এ বাস্তব কারো কোন স্বপ্ন
তবে কি আমি কারো ছায়া?

ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়…..ভেঙ্গে দেয় স্বপ্ন


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

কেউ নেই একা

কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথী হারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী
মুগ্ধ জেগে রয় ঐ
আকাশের তারা
যেন কালো পর্দায়
বোনা নকশিকাঁথা
পূর্ণিমায় আলোয় গাছের
ছায়ায় বসে
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার শেষ কোথায়
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার ঠিকানা কোথায়

কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথী হারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

অন্ধ জীবন

অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারী চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন

ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরণ
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন

মনের দৃষ্টি যদি দীপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষণ্ণ মরণ

অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারণ নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন

অন্ধ জীবন ক্ষুণ্ণ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারী চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন……………………..


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

নীল স্বপনে

তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে
আকাশের ঐ নীল গহীনে
স্বপনের নীড়ে
সাদা মেঘের ভেলায়
উদাসী রাতের হাওয়ায়
এ পূর্ণিমায়
ভেসে থাকি নীল স্বপনে
তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে

তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে
আকাশের ঐ নীল গহীনে
স্বপনের নীড়ে
সাদা মেঘের ভেলায়
উদাসী রাতের হাওয়ায়
এ পূর্ণিমায়
ভেসে থাকি নীল স্বপনে
তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে

ভেসে আসা সাদা
ফুলের সুবাসে
গাছের নিবিড় ছোঁয়ায়
আলোর বন্যাতে
সোহাগী পরশে
হৃদয় আমার যে হারায়

ভেসে আসা সাদা
ফুলের সুবাসে
গাছের নিবিড় ছোঁয়ায়
আলোর বন্যাতে
সোহাগী পরশে
হৃদয় আমার যে হারায়

কে যেন ডেকে যায়
হৃদয়ের গভীর স্রোতে
নিবিড় ছুঁয়ে যায়
আমায় জাগায় সারারাত

তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে
আকাশের ঐ নীল গহীনে
স্বপনের নীড়ে

তারা ভরা এই রাত ডাকে
আমায় গভীর আকাশে

আকাশের ঐ নীল গহীনে
স্বপনের নীড়ে


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ অবাক ভালবাসা

রাত্রি

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে

কোন দিন ফিরবো এই পথ থেকে সরে এসে
কোন দিন ভাঙবো এই আঁধারের শিকল
মুক্ত হবো নিবিড় আলোতে
ছুটে যাবো উদাস সাগরে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে…………………


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ