মুঠোফোন

ব্যস্ত দিনের শেষে 
তোমার প্রিয় মুখ। 
তোমার ভাবনা 
শব্দময় যখন,
আশ্রয় আমার রাজ্যের ব্যস্ততা। 
নিয়ন আলোয় স্বাগতম, মুঠোফোন। 
একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাস্তায় সবুজ সিগনাল জ্বেলে 
সংকেত।

আশ্বাস চাই অজস্র সংলাপ যখন তখন,
ভালোবাসায় আজ শব্দের নিঃশ্বাসে বেঁচে থাকা মুঠোফোন। 
wap service খুঁজে মুঠোফোনে চলে যাক,
ভালবাসার উপহার। 
মুঠোফোনে শুনে যাই রিমঝিম রিমঝিম 
কন্ঠ তোমার।

একে একে সব,
তোমার কলরব,
তোমার কন্ঠ শব্দময় যখন,
ভাবনার রাজপথে সবুজ সিগনাল জ্বেলে সংকেত।

যদিও দীর্ঘদিন 
আবার নতুন করে 
তোমার মুঠোফোন 
অবিরাম অবসরে,
ভাবনা আমার ছুটছে তোমার আশে পাশে,
পৌঁছে দেবে অক্লান্ত মুঠোফোন।।

কথাঃ জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
এলবামঃ নিয়ন আলোয় স্বাগতম