নিস্তব্ধতা

চেয়ে দ্যাখো কোন নদী
কোন সাগরেরও পানে
তোমার চোখের নিস্তব্ধতা
ছড়িয়ে আছে যেন জলে।

চেয়ে দ্যাখো কোন ছায়াপথ
কোন নীহারিকা পানে
তোমার হৃদয়ের নিঃসঙ্গতা
চারিদিকে সৃজনে আঁধার
ধূসর আকাশে বিশাল….

কে যেন ডাকে তোমায়
উদাসী বাঁশির সূরে
দিগন্তে মৌন আঁধার পানে

চেয়ে দেখো জ্যোৎস্নায়
ডুবে যাবো নিঝুম রাতে
মনের ত্রিশূল আঁধারে
নিঃশঙ্ক বেজে ওঠে।


কথাঃ পাওয়া যায় নি, এই গানের গীতিকারের নাম জানা থাকলে দয়া করে কমেন্টে জানান।
ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

সন্ধ্যা

সন্ধ্যা নেমেছে
কোলাহল থেমে যাবে
নিঝুম নিথর নিশ্চুপ হবে এবার
গোধূলি রক্তিম রাতকে স্মরণ করায়
সারা বেলা বিষাদময় গ্লানি

প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা

রাত নেমে এলো অনন্ত
নক্ষত্র এখানে নেই
বড় একা বড় অসহায়
আমি শুধু নিঃসঙ্গ আঁধারের স্থূলতায়
নির্বাক, নিশ্চুপ, গভীর এ বাগান
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা

ফেলে যাবো সারা বেলা
চেনা সময়ের বাঁধন
ফেলে যাবো সারা বেলা
চেনা জগতের সীমা

আমি আমার নির্বাণ
দেখে যাবো সময়ের পর

প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
প্রভু ক্ষমা কর আমার অসার ক্লান্তি
প্রভু ক্ষমা কর ক্ষমা কর
আমার আবিলতা
ক্ষুদ্র অহংকারে সারা বেলার অস্থিরতা


কথাঃ পাওয়া যায় নি, এই গানের গীতিকারের নাম জানা থাকলে দয়া করে কমেন্টে জানান।
ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

স্বাধিকার

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হতাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আঁধার তিমির

আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্যের সুখ
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষণ্ণতা ভেঙ্গে সামনে

সীমানা দেখা যায় নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূর্য লাল
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ, হুররে ও পথচলা

বিচ্ছিন্ন আবেগ

একদিন আমি হেটে চলেছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে না মলিন অহংকার
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে শুধু জোসনার সচ্ছতা

আলোয় আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনিনা
বুঝি তবু বুঝিনা
গানের মত গান নিয়ে কেন তাই
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে মহাশুন্যের উদারতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে সাগরের গানচিলের ডাক

বন্দী আমি নিজে নিস্তব্ধতায়
কন্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে………..মোহে
একদিন আমি হেটে চলেছি পথে একা


কথাঃ মাসুক। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

বৃষ্টি নেমেছে

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়

স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বট তলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

আশা

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

প্রতিদিন আমার মনে পড়ে তোমায় অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায় কোন দুর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার

স্বপন নেই চোখে আশা নেই বুকে ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে
শুধু তোমায় পড়ে আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায় কোন দূর অজানায়

জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার


কথাঃ খুরশীদ। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ ও পথচলা

রাত্রি

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে

কোন দিন ফিরবো এই পথ থেকে সরে এসে
কোন দিন ভাঙবো এই আঁধারের শিকল
মুক্ত হবো নিবিড় আলোতে
ছুটে যাবো উদাস সাগরে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানা বিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে

ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্ঠুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে…………………


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

বসে আছি

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস

সোনালী আভায়
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস

পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ’ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়…

বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ’ক্ষণ


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ ও পথচলা

একটি ছেলে

একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন

কই তার ছোট্ট আপন
ভালোবাসার নিবিড় বাঁধন
ভেসে গেল ছবি গুলো
জানে না জীবন সে চেনে না
মরুময় তপ্ত বুকে
মরীচিকার মিছে আশায়
ছুটে গিয়ে দেখতে পেল
হায় হায় হায় হায়

চারিদিকে সব শকুনের দল
অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি দিয়ে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন

একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন

অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
শকুন যদি হতো শান্তির পায়রা
অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন
নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন

তবুও ধরে নেকড়ের দল
তবুও ধরে শকুনের দল
জীবনে নামে কাল-বৈশাখ
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন

একটি ছেলে হাঁটছে একা
ঝর্না ধোয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হালকা রোদে
জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়ায়
জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া
এসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ের দল
আঁকড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে
ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় স্বপ্ন


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ

কৈশোর

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলি নি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে

তুমি নেই আজ তাই কত ব্যথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমার এ জীবনে তুমি ছিলে
নেমে আসা রাতে সন্ধ্যাতারা

মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে
ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকবো না এ ঘরে

আবারো সেখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায় আবারো ফিরে আসে
আবার ফিরে আসে

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলি নি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার ফিরে আসে
আবার ফিরে আসে


কথাঃ বাবনা করিম। ব্যান্ডঃ ওয়ারফেজ। এলবামঃ ওয়ারফেজ